রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার ও ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাতনামা নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৫৫ ও ৬০ বছর বলে ধারনা পুলিশের।
শনিবার বিকেলে তাদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে ইনডিপেনডেন্ট টেলিভিশনকে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজ বলেন, ‘আমরা খবর পেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পশ্চিম পাশের ফুটপাত থেকে অচেতন অবস্থায় বৃদ্ধা নারীকে দেখতে পাই। পরে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান ওই নারীটি আর বেঁচে নেই।’
অপরদিকে, ঢাকা মেডিকেলের চতুর্থশ্রেণী কর্মচারীদের খাবারে হোটেলের বিপরীত পাশের ফুটপাত থেকে অচেতন অবস্থায় এক বৃদ্ধকে পরে থাকতে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি।
ঘটনাস্থলের আশেপাশের লোকদের জিজ্ঞেস করেও ওই নারী ও বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। প্রযুক্তির সহায়তায় তাদের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া এ বিষয়ে আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান এসআই মাহফুজ।