1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন

দুই হাজার ডলারে বাংলাদেশে আসছে স্ত্রী ২

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
Oplus_131072

 

গেলো বছরের ঈদে মুক্তি পেয়েছিল মাহফুজ আহমেদ – বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ ছবিটি। ‘প্রহেলিকা’ ছবিটি দর্শকদের মাঝে আলোচনায় থাকলেও এটি কত টাকা ব্যবসা করেছে – সেটি প্রযোজনা প্রতিষ্ঠান ছাড়া কেউ জানে না। চলতি বছরের ১৪ আগস্ট মুক্তি পেয়েছে বহুল আলোচিত বলিউডি ছবি ‘স্ত্রী ২’। এটি মুক্তির পর লাগাতার সাফল্য দেখিয়ে যাচ্ছে।

বলিউডি চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ছবিটি নায়িকা শ্রদ্ধা কাপুরের বিপুলসংখ্যক অনুরাগীর কারণেই বক্স অফিসে এভাবে দাপট দেখিয়েছে। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘স্ত্রী ২’। মুক্তির পর এই ছবি ভারতীয় বক্স অফিস থেকে আয় করে নিয়েছে ৮৮০ কোটি রুপি। এবার শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী ২’ ছবিটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছে বলে জানা গেছে। আমদানি – রপ্তানি নীতিমালায় এই ছবির বিপরীতে বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হচ্ছে ‘প্রহেলিকা’ ছবিটি।

জানা গেছে, বাংলাদেশ এবং ভারতে ‘স্ত্রী ২’ ও ‘প্রহেলিকা’ ছবি দু’টির পরিবেশনার দায়িত্বে আছে বাংলাদেশি চলচ্চিত্র পরিবেশনা প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্র। ভারতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে থাকছে এসএসআর নামের আরেকটি প্রতিষ্ঠান। প্রথম সপ্তাহে ২৯০ কোটি রুপি নিট আয় করেছিল ‘স্ত্রী ২’। ভারতীয় বক্স অফিসের হিসাবে এখন পর্যন্ত ছবিটির আয় ৮৮০ কোটি রুপি ছাড়িয়েছে। ৮৮০ কোটি রুপি আয় করা ভারতীয় ছবিটি মাত্র দুই হাজারে ডলারে (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৪০ হাজার টাকা প্রায়) আমদানি করছে ‘দ্য অভি কথাচিত্র’। এই তথ্য পাওয়া গেছে আমদানিকারক প্রতিষ্ঠান থেকে। গুঞ্জন চলছে – এত বড় ব্যবসা সফল ছবি কী করে এত কম টাকায় আমদানি করা গেলো!

‘স্ত্রী ২’ ছবিটি বাংলাদেশে আমদানির কথা নিশ্চিত করেছেন দ্য অভি কথাচিত্রের জাহিদ হাসান অভি। তিনি গণমাধ্যমকে বলেন, আমরা বাংলাদেশে ছবিটি চালানোর জন্য অনুমতি পেয়েছি। এখন সেন্সর সার্টিফিকেশন বোর্ডের আনুষ্ঠানিকতা বাকি। আগামী বৃহস্পতিবার মুক্তির অনুমতির জন্য জমা দেওয়া হবে। এরপরই ছবিটি প্রেক্ষাগৃহে দ্রুত প্রদর্শনের ব্যবস্থা করবো। মুক্তির পর ছবিটি নিয়ে সবার মধ্যে একটা আগ্রহ দেখেছি। এরই মধ্যে তিন মাস পার হতে চলছে। তাই যত দ্রুত মুক্তি দেওয়া যেতে পারে, ততই ভালো হবে মনে করছি।

‘প্রহেলিকা’ ভারতে মুক্তির বিষয়ে জাহিদ হাসান বলেন, আমরা কলকাতার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেবো। সেভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে ছবিটি মুক্তিতে সহযোগী প্রতিষ্ঠান আছে এসএসআর। মাত্রই তো পূজার ছুটি শেষ হলো। এরপর দেওয়ালির আয়োজন আছে ওখানে। এসব উৎসব ঘিরে বড় বাজেটের ছবি মুক্তি পায়। তাই এই মাসে “প্রহেলিকা” সেখানে মুক্তির কথা ভাবছি না। আগামী মাসে “প্রহেলিকা” কলকাতার প্রেক্ষাগৃহে মুক্তি দেবো।

এদিকে আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, সব ঠিক থাকলে ২৫ অক্টোবর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে ‘স্ত্রী ২’ ছবিটি। অমর কৌশিক পরিচালিত ‘স্ত্রী ২’ সিনেমায় বরুণ ধাওয়ান ও অক্ষয় কুমার ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। ‘প্রহেলিকা’ ছবিতে মাহফুজ আহমেদ ছাড়া অভিনয় করেছেন শবনম বুবলী, নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ প্রমুখ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park