ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাটিয়া ইউনিয়নের রুকনপুর জুনিয়র উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার। বুধবার দুপুরে উপজেলার প্রত্যন্ত এই স্কুলটিতে পরিদর্শনে যান তিনি। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ফুল দিয়ে তাঁকে বরণ করে নেয়। এরপর বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থীদের নিয়ে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. সুলতানা আফরোজ, গাইডেন্স কাউন্সিলর ও গভর্নিং বডির সদস্য সুলতানা এম আজিজ, প্রধান শিক্ষক মো. সাজ্জাদুল ইসলামসহ অন্যান্য শিক্ষকমন্ডলী। এসময় বিদ্যালয়ের নবগঠিত কমিটির সদস্যবৃন্দ ইউএনও এর সাথে কুশল বিনিময় করেন। বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সাত্তার পড়াশোনার গুরুত্ব, বাল্য বিবাহ ও শিশুশ্রম নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
উল্লেখ্য, রোকনপুর জুনিয়র উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা আফরোজ নিঃসন্তান। তাঁর স্বামী থাকেন লন্ডনে। সুলতানা আফরোজ জানান,তিনি মাঝেমধ্যে গ্রামে আসতেন। গ্রামের শিক্ষার্থীদের ঝরে পড়া দেখে তিনি বিদ্যালয় স্থাপনের স্বপ্ন দেখেন। এক পর্যায়ে বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেন। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতায় শেষ নাগাদ বিদ্যালয় টেকেনি। পরবর্তীতে ২০১৭ সালে সুলতানা আফরোজ এবং তাঁর ছোট বোন সুলতানা এম আজিজ মিলে বাবার স্বপ্ন পূরনের জন্য আবার স্থাপন করেন স্কুলটি। সম্প্রতি এমপিওভুক্ত হয়েছি বিদ্যালয়টি।