1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন

হোমনায় আবদুল মোমেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আলীপুর একাদশ চ্যাম্পিয়ন

কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

কুমিল্লার হোমনায় বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মরহুম এ এফ এম আবদুল মোমেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আলীপুর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। দৌলতপুর, মিঠাইভাঙ্গা আড়ালিয়াকান্দি, দয়রাকান্দি, আলগীরচর যুব সমাজের উদ্যোগে শুক্রবার বিকেলে দৌলতপুর আমেনা আলিম স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়া একাদশকে টাইব্রেকারে হারিয়ে হোমনা উপজেলার আলীপুর একাদশ চ্যাম্পিয়ন হয়। খেলায় ১-১ গোলে সমতা থাকলে ট্রাইবেকারে খেলার মিমাংশা করা হয়।

খেলায় প্রধান অতিথি ছিলেন মরহুম আলহাজ্ব এএফএম আবদুল মোমেন সাহেবের সহধর্মিনী বেগম সামসুন নাহার এবং উদ্বোধন করেন মরহুমের বড় ছেলে গ্রামীণ ফোনের ডেপুটি ডিরেক্টর ইঞ্জিনিয়ার মইনুল মোমন। প্রধান মেহমান ছিলেন বাংলাদেশ গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি।

বিশিষ্ট সমাজসেবক মো. আবুল কাশেমের সভাপতিত্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ড.আল- নকিব চৌধুরী, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. নুরুজ্জামান এনডিসি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া, হোমনা উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা, সহকারি কমিশনার (ভূমি) আহাম্মেদ মোফাচ্ছের, বিশিষ্ট ব্যবসায়ি জাকির হাসান, মো. তরিকুল ইসলাম, হোমনা উপজেলা ছাত্রকল্যান সংসদ( হোকস) এর প্রতিষ্ঠাতা সভাপতি মো. রকিবুল ইসলাম, হোমনা সরকারি ডিগ্রি কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক মো. রেজাউল করিম, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক মো.ফেরদৌম আবদুল্লাহ সহ কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন।

পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park