কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) এর সভাপতি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সহ- সভাপতি দৈনিক জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার মোঃ শরীফুল ইসলামের মা সানোয়ারা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বার্ধক্যজনিত অসুস্থতায় আজ সকাল পৌনে ১০টায় কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৫ বছর তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রহী রেখে গেছেন।
কুমিল্লার তিতাস থানাধীন জিয়ারকান্দি গ্রামে স্থানীয় জামে মসজিদে আজ বাদ জুম্মা নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মো. শরিফুল ইসলামের মায়ের মৃত্যুতে কুমিল্লা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেনসহ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। আজ এক শোক বার্তায় তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।