1. admin@newswatchbd.com : admin :
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৩:৪১ পূর্বাহ্ন

বানাপুকুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ঔষধ পেল চার শতাধিক রোগী

ফেনী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
Oplus_131072

দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের বানাপুকুরে ফ্রী মেডিকেল ক্যাম্পে আশপাশের প্রায় চার শতাধিক গরীব অসহায় মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়েছে। গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) এন.আর.আই জুয়েলারি, দুবাই, সংযুক্ত আরব আমিরাতের ব্যবস্থাপনায় পূর্ব জয়নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রায় চার শতাধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ফ্রী ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজকদের পক্ষে সার্বিক তত্তাবধানে ছিলেন বন্ধুর বন্ধন বাংলাদেশের পৃষ্টপোষক আল-কেমী হাসপাতাল ফেনীর পরিচালক এম.তাহের উদ্দীন।

পূর্ব জয়নারায়ণপুর আলোড়ন সোসাইটি ও বানাপুকুর বয়েস ক্লাবের সহযোগিতায় এ সময় উপস্থিত ছিলেন পূর্ব জয়নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জাহেদুল হক রয়েল, বিশিষ্ট ব্যবসায়ী তারেক হাসান, তরুণ সমাজসেবক রহমত উল্লাহ জিংকু, সানাউল্লাহ হারুন এবং শহীদ আলম রুবেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সকলে উক্ত ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করায় এন আর জুয়েলারি কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন এবং বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে পাশে দাঁড়াতে সামর্থবান সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।

ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজকদের পক্ষে সার্বিক তত্তাবধানে থাকা বন্ধুর বন্ধন বাংলাদেশের পৃষ্টপোষক আল-কেমী হাসপাতাল ফেনীর পরিচালক এম.তাহের উদ্দীন জানান, ফেনীতে সম্প্রতি বয়ে যাওয়া স্মরণকালের ভয়াবহ বন্যা চলাকালে মানবিক কারণে জেলার দুর্গত মানুষের পাশে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। এরই ধারাবাহিক বন্যা পরবর্তী অসহায় দরিদ্র মানুষের চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করে বিনামূল্যে চিকিৎসাপত্র ও ঔষধ দেওয়া হয়েছে। আগামীতে দুর্গত মানুষের পুনর্বাসনে পাশে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park