1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন

ফেনীতে এক অন্যরকম সন্ধ্যা…

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

// তানভীর আলাদিন //

[এই শিরোনামটা ফেনীবাসীর জন্যে যতোটা আবেদনের ততটা হয়তোবা অন্যদের বেলায় প্রযোজ্য না-ও ঠেকতে পারে। আজ প্রচন্ড গরমে খুবই অসুস্থ হয়ে পড়েছিলাম, তবুও ইতিহাসের সাক্ষী হতে কয়েক ঘন্টার জন্যে প্রাণের শহর ফেনী ঘুরে গেলাম!]

ফেনীর সাংবাদিকতা একটা সময় উপমহাদেশ জুড়ে দ্যুতি ছড়িয়েছে। যার প্রেক্ষিতে পরবর্তি প্রজন্মের কাছে বাতিঘর হয়ে উঠেছিলো ফেনী প্রেসক্লাব। বিগত ৫৬ বছরে অনেক রথি-মহারথিদের পদচারণার সাক্ষী এই ক্লাবটিতে হঠাৎ একদিন রাহুগ্রাসে অর্ধযুগ জগদ্দল পাথরে চাপা পড়ে তালা ঝুলেছিলো। সম্প্রতি তারুণ্যের সাহসী পদক্ষেপে সেই তালা খোলা হলো।

নিজাম হাজারী এমপি ও মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর বাড়িয়ে দেয়া হাতের ছোঁয়ায় সুসজ্জায় প্রাণ ফিরে পেলো মৃত গাঙের মতো পড়ে থাকা ফেনী প্রেসক্লাব।

তারপর আজ ৩০ মে, ২০২৪ সন্ধ্যায় এলো প্রত্যাশার মাহেন্দ্রক্ষণ, এই গাঙ যেনো জোয়ারে উপচে উঠলো।উপলক্ষ ছিলো ছোট, কিন্তু আয়োজনটা হলো বড়।

দৈনিক আমার সংবাদ’র ফেনী প্রতিনিধি ইউসুফ আলী তার পত্রিকার যুগপূর্তির আয়োজন করেন ফেনী প্রেসক্লাবে। প্রধান অতিথি বক্তৃতা করেন- আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এমপি। বিশেষ অতিথি ছিলেন নিজামউদ্দিন হাজারী এমপি, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ন্যাশনাল নিউজ ডেস্ক ইনচার্জ তানভীর আলাদিন, দৈনিক ফেনীর সময়’র সম্পাদক শাহাদাত হোসেন, দৈনিক আমার ফেনীর সম্পাদক জমির বেগ, সিনিয়র সাংবাদিক বাবু শুকদেব নাথ তপন ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আতিয়ার সজল।

এডভোকেট শাহজাহান সাজুর সভাপতিত্বে ও সাংবাদিক জসিম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গতকাল পুন:নির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সাংবাদিক আব্দুর রহিম, দৈনিক নয়াপয়গাম সম্পাদক এনামুল হক, স্বদেশকন্ঠ সম্পাদক এনএন জীবন, নিউজওয়াচ বিডি’র সম্পাদক হাবিবুর রহমান বাবু, নাজমুল হক শামীম, শাহজালাল ভুঞা, আব্দুল্লাহ আল মামুন, আরিফুর রহমান, ডালিম হাজারী, সমিরউদ্দিন, তোফায়েল আহমেদ, জুলহাস তালুকদার, দুলাল তালুকদার, মীর রাসেল, আরাফাত রুবেল, তাহের পন্ডিত প্রমুখ।

ফেনী প্রেসক্লাবের ইতিহাসে এবারই প্রথম দুইজন সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার, মেয়র, উপজেলা চেয়ারম্যান উপস্থিত ছিলেন। দুই এমপি ফেনীর উন্নয়নে যৌথপ্যাডে বেশ ক’টি মেগাপ্রকল্প নিয়ে কাজ শুরু করেছেন। এই কাজগুলো সুসম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।

এই সময় জানানো হয় দেশে তিনটি পৌরসভাকে স্মার্ট সিটি করতে যাচ্ছে, তার মধ্যে ফেনী পৌরসভা একটি। তাই ফেনীর চৌকস মেয়র স্বপন মিয়াজীকে অভিনন্দন জানানো হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park