1. admin@newswatchbd.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৫ অপরাহ্ন

পর্যটন খাতে নতুন দিগন্তের সূচনা, দেশের পর্যটন স্পটসমূহ টাইম শেয়ারিং কার্ড সেবা চালু

হাবিবুর রহমান বাবু
  • প্রকাশের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

 

বাংলাদেশে অপরাপর সম্ভাবনাময় পর্যটন শিল্পকে সহজভাবে বিকশিত ও সমৃদ্ধ করার লক্ষ্যে সুইট ড্রীম ম্যানেজমেন্ট লিঃ’ এর ব্রান্ড “ডি মোর হোটেল এন্ড রিসোর্ট” এর যাত্রা শুরু হয়েছে। দেশের আকর্ষনীয় পর্যটন এলাকা সমূহ কক্সবাজার, বান্দরবান, সাজেক, শ্রীমঙ্গল, কুয়াকাটা, চট্টগ্রাম ও ঢাকায় ‘ডি’ মোর হোটেল এন্ড রিসোর্ট চালু করা হয়েছে এবং আগামীতে রাঙ্গামাটি ও সেন্টমার্টিনেও শীঘ্রই চালু করা হবে। পর্যটকদের সারা বছর ব্যপী নিশ্চিত আবাসন সেবা প্রদানের সুবিধার্থে ‘ডি’ মোর হোটেল এন্ড রিসোর্ট কর্তৃক টাইম শেয়ারিং কার্ড সেবা চালু করা হয়েছে। টাইম শেয়ারিং কার্ডধারী পর্যটকগন নির্দিষ্ট সময় পর্যটন স্পট সমূহে “ডি মোর” ব্রান্ডের হোটেল এন্ড রিসোর্ট গুলোতে অবস্থান করে সেবা গ্রহনের সুবিধা পাবেন।

রাজধানীর একটি অভিজাত হোটেলে আজ দুপুরে সুইট ড্রীম ম্যানেজমেন্ট লিঃ এর চেয়ারম্যান লায়ন জি.কে. লালার সভাপতিত্বে অনুষ্ঠিত দেশের প্রথম টাইম শেয়ারিং কার্ড সেবা LAUNCHING প্রোগ্রামে কার্ডধারী পর্যটকদের বিভিন্ন সুবিধাদি তুলে ধরেন কোম্পানীর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট জনাব আবদুল কৈয়ূম চৌধুরী আরো বক্তব্য রাখেন পরিচালক (মার্কেটিং) জনাব মহিউদ্দিন খান খোকন, কোম্পানীর জেনারেল ম্যানেজার জনাব অরবিন্দু চৌধুরী ।

কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক আবদুল কৈয়ূম চৌধুরী বলেন, বাংলাদেশ পর্যটন শিল্পের জন্য অপার সম্ভাবনাময়। পর্যটন শিল্প বিকাশে বাংলাদেশের আকর্ষনীয় পর্যটন এলাকা সমূহে দেশী বিদেশী পর্যটকদের নিরাপদ ভ্রমন নিশ্চিত করার লক্ষ্যে আমাদের “ডি মোর” হোটেল এন্ড রিসোর্টের যাত্রা। দেশের পর্যটক স্পট সমূহের মধ্যে কক্সবাজার, বান্দরবান, সাজেক, কুয়াকাটা, চট্টগ্রাম, শ্রীমঙ্গল ও ঢাকায় ‘ডি’ মোরের সফল ভাবে যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে দেশী বিদেশী পর্যটকগন, দেশের ব্যবসায়ী প্রতিনিধিগন ‘ডি’ মোর হোটেল এন্ড রিসোর্ট সমূহে অবস্থান করে সন্তুষ্টি সাপেক্ষে সেবা গ্রহন করেছে। তিনি আরো বলেন, দেশের সকল নাগরিকদের কাছে আমাদের পর্যটন স্পট সমূহে ‘ডি’ মোর হোটেলের সেবা গ্রহনের সুযোগ করে দেয়া হলে দেশের অর্থনৈতিক অবস্থার উপর পজিটিভ প্রভাব পড়বে বলে উল্লেখ করেন। তাছাড়া আগামীতে নতুন পর্যটন স্পটে “ডি মোর” হোটেল ও রিসোর্ট হোটেলের যাত্রা শুরু করবে। তিনি আশা প্রকাশ করেন পর্যটন শিল্প প্রকাশে অগ্রনী ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে কোম্পানীর পক্ষ থেকে বাজারজাত করা “ডি মোর” হোটেল এন্ড রিসোর্টের দু ধরনের কার্ড বাজারে LAUNCHING করা হয়েছে। একটি GOLD CARD অপরটি PLATINUM CARD, GOLD এবং PLATINUM কার্ডধারীরা ১০ বছর ব্যাপী পর্যটন এলাকার ‘ডি’ মোর ভুক্ত হোটেল সমূহে নানাবিধ সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নিউজ ওয়াচ বিডি
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park