মেটা নিয়ে আসছে প্রম্পট অনুযায়ী অডিও-ভিডিও তৈরিতে পারদর্শী নতুন এআই মডেল ‘মুভি জেন’। ছবি: রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর জনপ্রিয়তা যত বৃদ্ধি পাচ্ছে ততই বাড়ছে নিত্যনতুন এআই টুলের সংখ্যাও। বিশেষ করে জেনারেটিভ এআই-ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি’র আবির্ভাবের পর থেকেই বিভিন্ন কাজে পারদর্শী সব এআই মডেল নিয়ে হাজির হতে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান। গুগল জেমিনি ও মাইক্রোসফট কোপাইলটের মতো চ্যাটবটগুলো ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী টেক্সট ও ইমেজ জেনারেট করে দেয়ার পাশাপাশি এআই পার্সোনাল অ্যাসিসট্যান্টের মতোই কাজ করতে সক্ষম।
এবারে ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা নিয়ে আসছে নতুন একটি এআই মডেল যেটি ব্যবহারকারীর নির্দেশ (প্রম্পট) অনুযায়ী অডিও ও ভিডিও জেনারেট করে দিবে। আজ (শুক্রবার) মেটা ‘মুভি জেন’ নামের নতুন এই এআই মডেলটি নিয়ে আসার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে প্রম্পট-নির্ভর এআই কন্টেন্ট জেনারেশনে জনপ্রিয় প্রতিষ্ঠান ওপেনএআই (চ্যাটজিপিটি নির্মাতা) ও ইলেভেনল্যাবস-কে চ্যালেঞ্জ জানাল মার্ক জাকারবার্গের মেটা।
ব্যবহারকারী যে ধরণের অডিও ও ভিডিও তৈরি করতে চাইছেন সেটা প্রম্পট আকারে লিখে দিলেই মেটার ‘মুভি জেন’ টুলটি বাস্তবসম্মত অডিও-ভিডিও জেনারেট করে দিবে। মেটা এরই মধ্যে ‘মুভি জেন’ দিয়ে জেনারেট করা বেশ কিছু নমুনা (স্যাম্পল) ভিডিও শেয়ার করেছে।
মেটার শেয়ার করা কয়েকটি ভিডিও’তে প্রাণীদের ছবি ব্যবহার করে দেখানো হয় যে তারা সাঁতার কাটছে ও সার্ফিং করছে। আবার কয়েকটি ভিডিও’তে সত্যিকারের মানুষের ছবি ব্যবহার করে দেখানো হয় তারা ক্যানভাসে ছবি আঁকছে।
ভিডিও’র কনটেন্ট অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সাউন্ড ইফেক্ট তৈরিতেও পারদর্শী মুভি জেন- অন্তত এমনটাই দাবী করছে মেটা। এছাড়া ব্যবহারকারী চাইলে এই এআই টুলটি ব্যবহার করে বর্তমান কোনো ভিডিও এডিট করতে পারবেন।
একটি স্যাম্পল ভিডিও’তে দেখা যায়, মরুভূমিতে দৌড়তে থাকা একজন ব্যক্তির হাতে পম-পম বসিয়ে দিয়েছে মেটার এই টুলটি। আবার আরেকটিতে, পার্কিং লটে শুকনো স্থানে স্কেটবোর্ডিং করতে থাকা একজন ব্যক্তির ভিডিও’তে ‘পার্কিং লট’ পরিবর্তিত হয়ে দেখা যায় তিনি জমে থাকা পানিতে স্কেটবোর্ডিং করছেন।
মেটা যেমনটা দাবী করছে ‘মুভি জেন’ ঠিক তেমনটাই করতে সক্ষম হলে শুধু ওপেনএআই আর ইলেভেনল্যাবসই নয়, বরং সিনথেসিয়া, পারপ্লেক্সিটির মতো জনপ্রিয় এআই টুলগুলোও শক্ত চ্যালেঞ্জের সম্মুখীন হবে।
‘মুভি জেন’-এর পারফর্মেন্স কেমন হবে সেটা যদিও সময় বলে দিবে, তবে প্রাথমিকভাবে স্যাম্পল দেখে ব্যবহারকারীরা দারুন কিছু আশা করতেই পারেন।