চলচ্চিত্রের মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরার একটি বার্ষিক অনুষ্ঠান- ‘বাংলাদেশ-ভারত চলচ্চিত্র উৎসব’ ভারতের রাজধানীতে শুরু হয়েছে। কোভিড -১৯ মহামারীর কারণে কয়েক বছর বিরতির পরে, গতকাল এই উৎসবটি শুরু হয়েছে। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একজন মুখপাত্র আজ একথা জানান।
দিল্লির শ্রী ফোর্ট মিলনায়তনে চতুর্থবারের মতো এই উৎসব অনুষ্ঠিত হচ্ছে। হাইকমিশনের মিনিস্টার প্রেস শাবান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র ‘হাওয়া’ প্রদর্শিত হবে ৫ ফেব্রুয়ারি এবং এর পরে, নন্দিত ভারতীয় পরিচালক গৌতম ঘোষের দুটি ফিচার ফিল্ম প্রদর্শিত হবে।
(বাসস)