ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুন্দরী তারকা আদা শর্মা। সাম্প্রতিক সময়ে তিনি একটি চরিত্র নিয়ে দারুন আলোচিত। চরিত্রটি তার জন্যে একটা বড় রেকর্ডও। সাধারণত একটা ছবি বা ওয়েব সিরিজে দু’টি বা তিনটি চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া যায়। কিন্তু একসঙ্গে ১০টি চরিত্র! হ্যাঁ, ঠিকই পড়ছেন।আদা শর্মা একটি ওয়েব সিরিজে একাই দশটি চরিত্রে অভিনয় করেছেন। এমন চরিত্রে অভিনয় করা নিয়ে এই অভিনেত্রীর তাৎক্ষণিক মন্তব্য হলো – মনে হচ্ছে স্বপ্ন দেখছি। জানা গেছে, ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাওয়া ক্রাইম সিরিজ ‘রিতা সান্যাল’ দশটি চরিত্রে অভিনয় করেছেন আদা শর্মা।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অমন চরিত্রে অভিনয়ের উচ্ছ্বাস জানিয়ে আদা শর্মা বলেন, সত্যি বলতে, এমন স্বপ্ন কখনো দেখিনি যে একটা প্রকল্পে দশটি চরিত্রে আমি অভিনয় করছি। আর এমন এক সুযোগ কেই–বা হাতছাড়া করতে চাইবে। তাই সিরিজের প্রস্তাব আসা মাত্রই আমি এত লুফে নিয়েছিলাম। এমন ধরনের চরিত্রে আগে কখনো অভিনয় করিনি। তাই আমার জন্য এটা ছিলো নতুন এক অভিজ্ঞতা।
দশটি চরিত্রের মধ্যে কোনটি নিজের বেশি পছন্দের – এটা জানিয়ে আদা শর্মা বলেন, কখনো একটি চরিত্রটা পছন্দ হতো তো পরে মনে হতো – নাহ, আরেকটা চরিত্র সেরা। শুধু আমার নয়, সেটে সবারই এমন ভাবনা হতো। তবে দুয়েটি চরিত্র নিশ্চয় বিশেষ পছন্দের ছিলো। মাছওয়ালির চরিত্রটা বেশ উপভোগ করেছি। আর ফুড ইন্সপেক্টরের চরিত্রের জন্য আমাকে ১২০ কিলোগ্রাম ওজন দেখানোর প্রয়োজন ছিল।এটার জন্য আমি ফ্যাটস্যুট পরেছিলাম। তার ওপর শাড়ি পরেছিলাম, তাই খুব মজা লাগছিলো অভিনয়ের সময়। আবার ওয়েটারের চরিত্রের জন্য বলিউডের এক অভিনেত্রীর কণ্ঠস্বর নকল করেছিলাম। এটাও আমার দারুণ লেগেছে।
আদা শর্মা জানান, এই চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিলো চরিত্রের মতো হয়ে ওঠার জন্য। আর এর মধ্যেই কিন্তু আসল মজা আছে। কোনো চরিত্রের মধ্যে যদি আপনার পরিশ্রম ধরা পড়ে, তাহলে তা ভালো নয়। একটা চরিত্রের জন্য রাতভর ঘুমাতে পারিনি। পর্দায় দেখে যেনো মনে হয়, আপনি কত সহজে চরিত্রের মতো হয়ে ওঠেছেন। আমার মনে হয়, কোনো চরিত্রে যখন অভিনেতার পরিশ্রম ধরা পড়ে না, তখনই তিনি সফল।
জানা গেছে, এই ওয়েব সিরিজের বাইরে আদা শর্মা অভিনীত ‘বস্তর : দ্য নকশাল স্টোরি বক্স’ ছবিটি অফিসে সফলতা পায়নি। ছবিটির ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, হিট বা ফ্লপ আমাদের হাতে নেই। আমরা শুধু পরিশ্রম আর সততার সঙ্গে আমাদের কাজটা করি।
আদা শর্মা সবশেষে নিজের অভিনয় জীবন নিয়ে বলেন, আমি আমার ক্যারিয়ারের সেরা সময়টা উপভোগ করছি। একজন অভিনয়শিল্পী ভিন্ন ভিন্ন স্বাদের চরিত্রে অভিনয় করতে চান, আমি এখন সেই সুযোগ পাচ্ছি। চলতি বছর মুক্তি পাওয়া আমার চতুর্থ প্রকল্প রিতা সান্যাল। আমি ১৯২০ ছবির কথাও বলতে চাই। কারণ, ছবিটা আমাকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। আমাদের এখানে প্রচুর প্রতিভাবান অভিনয়শিল্পী আছেন। কিন্তু তাদের মধ্য থেকে আমাকে সুযোগ দেওয়া হয়েছিল, তাই আমি কৃতজ্ঞ।